পিবিএ ডেস্ক: তারকারা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের শিকার হন। কলকাতার বাংলা ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায়ই আক্রমণের শিকার হন। অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েন না এ তারকা। এবারও তাই হলো।
সম্প্রতি ফেসবুকে নিজের ছবি পোস্ট করেন স্বস্তিকা। ছবিতে দেখা যায়, চুলে সাদা রং করেছেন এ অভিনেত্রী। মন্তব্য-ঘরে একজন কুৎসিত মন্তব্য করেন অভিনেত্রীকে নিয়ে। লেখেন, ‘অভিনেত্রী কম যৌনকর্মী বেশি লাগে আপনাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, নিজের ছবির নিচে এমন কুৎসিত মন্তব্য দেখে উপযুক্ত জবাবও দিয়েছেন টালিগঞ্জের প্রথম সারির এই অভিনেত্রী। রাম বণিক নামের ওই মন্তব্যকারীকে স্বস্তিকা লেখেন, ‘ধন্যবাদ রামবাবু। ওঁরা তো খেটে খাওয়া মানুষ, ওঁদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওঁদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।
https://www.facebook.com/swasmukherjee13/posts/2337946732981223
স্বস্তিকার পাশাপাশি তাঁর ভক্তরা ওই মন্তব্যকারীর বিরুদ্ধে তাঁদের রাগ, ক্ষোভ উগরে দেন। যদিও ওই ব্যক্তি স্বস্তিকার বিরুদ্ধে ফের অশালীন মন্তব্য করেন। এর আগেও বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্যের শিকার হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অবশ্য প্রতিবারই উপযুক্ত জবাব দিয়েছেন এ অভিনেত্রী।