পিবিএ ডেস্ক: তখন তাঁর বয়স ছিল ২৫। ৫ বছরের ছেলেকে স্কুলে পৌঁছতে গিয়ে প্রতিদিন বাসে দেখা হত ৬২ বছরের এক বৃদ্ধের সঙ্গে। সেই সাক্ষাৎ গিয়ে দাঁড়ালো প্রেমে। তারপর একসঙ্গে থাকা শুরু। তিনি লরা রাইট। সাউথওয়েস্ট ইংল্যন্ডের বাসিন্দা লরা। ছেলেকে স্কুল আনা নেওয়া করার পথে ২০১৫ তে দেখা স্টিভের সঙ্গে। তখন থেকেই একসঙ্গে থাকা শুরু।
আর সুখে নিশ্চিন্তে যৌন যাপনের পর দুবছরের এক সন্তানের মাও হয়েছেন তিনি। লরার কথায় যৌনসম্পর্কের ক্ষেত্রে ৩৭ বছর কোনও ব্যাপার নয়। ২০১৭ সালে বিয়েও করেন তাঁরা।
স্টিভ জানান, কিন্ডারগার্ডেন স্কুলের সামনে লরাকে প্রথম দিন দেখেই তাঁর ভালো লেগেছিল। এরপর তিনি খোঁজখবর করে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান লরাকে। সেই শুরু বন্ধুত্ব। আর এখন দুই সন্তানের দায়িত্বও পরিপূর্ণ ভাবে নিয়ে নিয়েছেন স্টিভ।
সবাই যখন লরার যৌনজীবন নিয়ে চিন্তিত, তখন তিনি জানান ‘এটা কোনও সমস্যা নয়। আমাদের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব রয়েছে। বোঝাপড়া খুব ভালো।’ আর স্টিভ বলেন, ‘জীবনে লরাকে পেয়ে আমি গর্বিত। এখন দুই ছেলের সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই।’
পিবিএ/জেআই