পিবিএ,ঝিনাইদহ: যৌন নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
তিন ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগে পুলিশ বুধবার তাকে গ্রেফতার করে। প্রধান শিক্ষক আবদুস সালামের বাড়ি ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুস সালামকে মারপিট করার সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এক শিক্ষার্থীর অভিভাবক আবদুস সালামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করলে তাঁকে গ্রেফতার দেখায় পুলিশ।
এক ছাত্রীর বাবা অভিযোগ করেন, এই শিক্ষক তার মেয়েসহ বেশ কয়েকজন মেয়ের শরীরে স্পর্শকাতার জায়গায় হাত দিতো। মেয়েরা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের কাছে খুলে বলে। এ বিষয় নিয়ে তারা কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে যান। ঘটনা জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে তাদের বাকবিতন্ডা শুরু হয়। পরে তাদের সঙ্গে ওই শিক্ষকের ধস্তাধস্তি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। অভিভাবকেরা ওই শিক্ষকের বিচার দাবি করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, আবদুস সালামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলাটি তদন্ত পর্যায়ে আছে।
পিবিএ/এ/হক