রংপুরের হারাগাছ থেকে নকল ব্যান্ডরোল ও স্টাম্প জব্দ

পিবিএ,রংপুর: রংপুরের হারাগাছে পৃথক দু’টি বাড়িতে অভিযান চালিয়ে ২৫ লাখ পিচ বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল ও স্টাম্প জব্দ করেছে কাস্টমস বিভাগ। এসময় ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের নামে মেট্রোপলিটন হারাগাছ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

রংপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হারাগাছ শেখ সারাই ধুমের পার এলাকার একটি টিন সেড বাড়িতে অভিযান চালায় কাস্টম্স বিভাগ হারাগাছ সার্কেলের একটি প্রিভেন্টিভ দল। এসময় সেখান থেকে ২ লক্ষ ৬০ হাজার পিচ বিড়ির নকল ব্যান্ডরোল ও ১১ লক্ষ ৮ হাজার পিচ সিগারেটের নকল স্টাম্প উদ্ধার করা হয়।

এসময় ধুমের পাড় এলাকার শাহ আলমের পুত্র মাসুদার ও সাগড়কে আটক করা হয়। পরে একই এলাকার অন্য একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১ লক্ষ ৮১ হাজার ২৪০ পিচ বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ধুমের পাড় এলাকার আইয়ুব আলীর পুত্র বিজয়কে আটক করা হয়। আটককৃতদের নামে হারাগাছ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন, কাস্টমস্ বিভাগ হারাগাছ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা ফজলে রাব্বী ও শামসুল হক।

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ আহসানুল হক জানান, নকল ব্যান্ডরোল ও স্টাম্প ব্যবসায়ী ও মজুদকারীদের বিরুদ্ধে রংপুর কমিশনারেট জিরো টলারেন্স নিতি গ্রহন করেছে। চিরুনী অভিযানের মাধ্যমে এই চক্রের দৌর-ঝাপ বন্ধ করা হবে।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...