মেজবাহুল হিমেল, রংপুর : রংপুর মহানগরীতে অগ্নিকান্ডে ৬টি গরু-ছাগলসহ একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত’ বাড়ী পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
জানা গেছে, গত মঙ্গলবার (২৬মে) রাতে রংপুর মহানগরীর ৯নংওয়ার্ডের কাচনা তকেয়ারপার হাজ্বীপাড়ার দিনমজুর আব্দুর নুরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগি আব্দুর নুর জানান, রাত সাড়ে ৮টার দিকে গরুর ঘরে কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিশেই পুড়ে ছাই হয়ে যায় দু’টি ঘর ও তরতাজা ৩টি গরু ও ৩টি ছাগলসহ অন্যান্য জিনিসপত্র। যাহার আনুমানিক মুল্য দুই লক্ষ টাকা। এ সময় দিন মজুর আব্দুর নুর হাউ মাউ করে কাদতে কাদতে বলতে থাকেন, বাবা তিল তিল করে আয় করে ক্রয় করেছিলম ছয়টি গরু ছাগল তা এক নিমিশেই শেষ হয়ে গেল। আমার আর কিছুই থাকলো না। আমি এখন কি করবো।
এদিকে গরু ছাগলকে বাচাতে গিয়ে বাচাঁতে পারলে না তার ছেলে ও মেয়ে জামাই। তারা নিজেরাই আহত হয়ে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দুপুর ১২টায় আব্দুর নুরের বাড়ী পরিদর্শনে করেন রংপুর সির্টি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও ৯নং ওর্য়াডের কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী।এ সময় মেয়র মোস্তফা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আব্দুর নুরের খোজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
পিবিএ/মেজবাহুল হিমেল/এমএ