রংপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলো মহানগর যুব সংহতি

মেজবাহুল হিমেল,রংপুর: করোনার দুর্দিনে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যহত রাখার পাশাপাশি এবার অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে রংপুর মহানগর যুব সংহতি। কালবৈশাখী ঝড়ের তান্ডবে দুশ্চিন্তায় থাকা প্রান্তিক কৃষকের জমির বোরো ধান কাটা-মাড়াই শেষে গোলায় তুলে দিচ্ছে সংগঠনটির নেতা-কর্মীরা।

শুক্রবার সকাল থেকে রংপুর নগরীর ২৫ নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির উদ্যোগে অসহায় গরীব কৃষকের ধান কেটে দিলেন রংপুর মহানগর যুব সংহতি। করোনায় লকডাউন থাকায় দিশেহারা কৃষকের কষ্ট দূর করতে মহানগর যুব সংহতি সভাপতি শাহিন হোসেন জাকিরের নির্দেশে সারাদিন কিছু গরীব কৃষকের ক্ষেতের ধান কাটা ও মারাই করে দিয়েছেন।

এ বিষয়ে গরীব কৃষক নাম প্রকাশ না করা শর্তে তিনি জানান, হামরা দেখছি এরশাদ হামার কৃষকের জন্যে মেলা অনুদান ভর্তুকি দিছলো এলা অনেক মানুষ হামার পাশোত আর থাকে না কিন্তু যুব সংহতির জাকির ভাই যে কাম কোনা করি দিল তা সত্যি হামরা উপকৃত হনো হামরা দোয়া করি ওমার দল যেনো ভালো থাকে।

এ বিষয়ে শাহীন হোসেন জাকির বলেন, দেশের সংকটে, দুর্যোগে, সম্ভাবনায় সবসময়ই কাজ করে যাচ্ছে। কৃষকের সোনালী ধানের ক্ষেতের হাসি যেন মলিন না হয় তার জন্য কাজ করছে যুব সংহতি। দেশের ক্রান্তিকালে জাতীয় যুব সংহতি রংপুরের মানুষের সাথে আছে এবং থাকবে, আমরা সমাজের প্রতিটি সুবিধা বঞ্চিত মানুষদের জন্য নিবেদিত হয়ে কাজ করছি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...