রংপুরে আবু হোসেন হত্যা: পলাতক তিন আসামী গ্রেফতার

পিবিএ,রংপুর: রংপুর জেলার মিঠাপুকুর এলাকার আবু হোসেন (২৫) নামক এক ব্যক্তির সাথে বুলু মিয়া (৪০) ও তার পরিবারের জমিজমা নিয়ে বিরোধের জেরধরে গত ১৩ সেপ্টেম্বর বুলু মিয়া ও তার সহযোগীরা আবু হোসেন এর উপর অতর্কিত হামলা করে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল, ঘুষি ও লাঠিসোটা দিয়ে বেরধক মারধর করে। যার ফলে আবু হোসেন এর শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। অতঃপর আশপাশের লোকজন আবু হোসেন’কে আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করেন। পরের দিন গত ১৪ সেপ্টেম্বর আবু হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

উক্ত ঘটনার পর মৃত আবু হোসেনের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে মোঃ বুলু মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ- ১৫/০৯/২০২২ইং, ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/৩২৫/ ৩০২/১১৪/৩৪ দণ্ড বিধি। অতঃপর র‌্যাব উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর র‌্যাব-১০’র আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানার রেডিও কলনি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আবু হোসেন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। মোঃ বুলু মিয়া (৪০), ২। মোঃ উজ্জল মিয়া (২২) ও ৩। মোছাঃ স্বপ্না বেগম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকাণ্ডেরসাথে তাদের সম্পপৃক্ততার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...