রংপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

পিবিএ, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহালম সিদ্দিকী ও তার এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠ এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

রংপুরের পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহালম সিদ্দিকী ও তার এক সহযোগীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ
রংপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

আটক শাহালম সিদ্দিকী ওই ইউনিয়নের আদম গ্রামের আবুল হাশেম সিদ্দিকীর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, শাহালম সিদ্দিকীর বিরুদ্ধে পীরগাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রায়হান হোসেন নামে তার সহযোগীসহ টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠ এলাকায় ইয়াবা বেঁচাকেনার উদ্দেশে এলে তাদেরকে ২৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

এদিকে আটক শাহালম সিদ্দিকী নিজেকে ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দাবি করলেও, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম আহমেদ বলেন, শাহালম ছাত্রলীগের কেউ না। গত ৬ মাস আগে ওই ইউনিয়নে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই।

পিবিএ/এএস/আরআই

আরও পড়ুন...