রংপুরে ইয়াবা সহ পুলিশ সদস্য গ্রেফতার

পিবিএ,রংপুর: রংপুরের পীরগাছায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ২৫০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। এসময় তার পাঁচ সহযোগীকেও আটক করা হয়েছে। জানা গেছে, ইজ্জত আলী নামে ওই এসআই কুড়িগ্রাম ডিবি পুলিশে কর্মরত আছেন। পুলিশ সূত্র জানায়, সোমবার, ১৬ এপ্রিল রাতে পীরগাছার অন্নদা নগর এলাকায় ইয়াবা কেনাবেচার সময় সহযোগীসহ ওই এসআইকে আটক করে থানা পুলিশ।

রংপুরের  পীরগাছায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ২৫০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ।
পুলিশ সদস্য গ্রেফতার
আটক এসআই অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের প্রয়াত খলিলুর রহমানের ছেলে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।পীরগাছা থানার ওসি রেজাউল করিম এসআইসহ ছয়জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন।
পিবিএ/এএস/আরআই

আরও পড়ুন...