পিবিএ,রংপুর: রংপুরে কানাডিয়ান ফার্নিচারের শো রুমের শুভ উদ্বোধন করা হয়। রোববার বিকালে রংপুর নগরীর জিএল রায় রোর্ডে সুমি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তানভীর আশরাফী এই বিলাস বহুল ফার্নিচার শো রুমটি শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে র কাউন্সিলর মীর জামাল উদ্দিন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, জিএল রায় রোড দোকান মালিক সমতিরি সভাপতি তৌহিদুল আনাম, মহানগর দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর দোকান মালিক সমিতরি সভাপতি জাবেদ হোসেন জুয়েল, সিঃ সহ সভাপতি মফিজার রহমান চাঁন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, মটর সাইকেল পার্টস সমিতি সভাপতি পাভেল চন্দ্র রায়, সিঃ সহ সভাপতি সাইফুল আলম পিটুল, যুগ্ন সাধারণ সম্পাদক হোসেন আলী, সহ সম্পাদক মোক্তার হোসেন গুড্ডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হান্নান লাল, সদস্য আসাদুজ্জামান লিটন প্রমূখ।
কানাডিয়ান ফার্নিচারের ম্যানেজারের জাকির হোসেন। শো রুমেটি উদ্বোধনে সার্বিক দায়িত্ব পালন করেন দুলাল মিয়া। এ সময় উদ্বোধক আলহাজ্ব তানভীর আশরাফী বলেন, কানাডিয়ান পানিচার একটি বিলাস বহুল ফানিচার হাউজ। এই রকম ফানিচার শো-রুম উদ্বোধন হয়ে আমরা রংপুরের মানুষ সত্যিই আনন্দিত। এর গুনগত মান বেশ উন্নত যাহা রংপুরের মানুষ অতি অল্প মূল্যে পাবে বলে আমার বিশ্বাস।
পিবিএ/মেজবাহুল হিমেল/বিএইচ