রংপুরে দিশারী পাইলটিং প্রকল্প শুরু

পিবিএ,রংপুর: তরুন তরুনীদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য দিশারী নামের পাইলটিং প্রকল্পের কাজ শুরু হয়েছে রংপুরের মিঠাপুকুরের মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে। এরমাধ্যমে এই এলাকার তরুন-তরুনীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বি করার উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পায়রাবন্দে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রো-পোরশন ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার সাজিয়া মৃধা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া সরকারী কলেজের অধ্যক্ষ একরামুল হক, বেগম রোকেয়া মেমোরিয়াল উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, প্রোপরশন এন্টারপ্রাইজের ফিল্ড টিম লিডার রাজু আহমেদ প্রমুখ।
বেগম রোকেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও বেগম রোকেয়া মেমোরিয়াল সরকারী কলেজের সম্মুখে ইম্পাওয়ার ইউথ ফর ওয়ার্ক শিরোনামে মানবকেন্দ্রিক নকশা গবেষণার ফলাফল হিসেবে পায়রাবন্দ ইউনিয়নের দিশারী ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশের মধ্যে প্রথম এই পাইলটিং প্রকল্প চালু করা হলো। দিশারী ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে আইসিটি ও ট্রেনিং, ফুড এবং বিউটি সামগ্রী সুলভে নির্ধারিত ও ন্যায্য মুল্যে বিক্রি হবে এই দোকান থেকে। ৯ জন স্থানীয় তরুন তরুনী তিনভাগে ভাগ হয়ে এই ব্যবসা পরিচালনা করবেন।
এজন্য প্রয়োজনীয় আর্থিক, অবকাঠামো এবং উদ্যোক্তা প্রশিক্ষণ দিবেন ওয়াই ইউ । পুরো পাইলটিং প্রোগ্রামটি বাস্তবায়ন করছেন প্রোপরশন প্রোপরশন এন্টারপ্রাইজ বাংলাদেশ। মিঠাপুকুরের আরও ৩ টি ইউনিয়নে এই পাইলটিং প্রোগ্রাম চালু করা হবে। পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা বিভাগেও এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তরুন তরুনীদের আত্ম-কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এসময় দিশারী ব্যবসা প্রতিষ্ঠানে বাছাইকৃত ৯ তরুণ তরুনী উমর ফারুক, আব্দুর রাজ্জাক, রেেেজায়ানা শারমিন, আবু রায়হান, কেয়া মনি, আবু বক্কর, গোলাম রব্বানী, জাকারিয়া, রুম্পা ছাড়াও স্থানীয় তরুন-তরুনীরা উপস্থিত ছিলেন।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...