পিবিএ, রংপুর : রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৭ জন করোনা পজেটিভ রুগী শনাক্ত হয়েছে।
তারা হলেন, নারায়নগঞ্জ ফেরত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা চৌরঙ্গী এলাকার এক যুবক, রানীশংকৈল উপজেলার এক শিশু (৭), দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার যুবতী (২০), ঢাকা ফেরত পঞ্চগড় তেতুলিয়ার এক নারী (৪২), নীলফামারী সদরের কিশোর (১৫), যুবক (২৬) ও ডিমলা উপজেলার কিশোরী (১৫)। শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা নতুন রোগীরা শনাক্ত হন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের ল্যাবে স্থাপিত করোনা শনাক্তকরণ পিসিআর যন্ত্রে শুক্রবার ১৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩টি নমুনা পূনরায় পরীক্ষা করা হবে। ১৮৫টি নমুনার মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনা নমুনা পরীক্ষার জন্য নতুন করে কলেজে ২ হাজার ১৬টি কীট রয়েছে।
পিবিএ/মোআ