পিবিএ,রংপুর: রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ির শান্তিপুর থেকে পাথর বোঝাই ট্রাকের ভিতর থেকে ফেন্সিডিলের বিশাল চালান আটক করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-১৩ এর একটি চৌকষ দল বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারের পাশাপাশি ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।
রোববার দুপুরে র্যাব-১৩ রংপুরের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, শনিবার রাতে উল্লেখিত স্থানের রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মেসার্স ভাবনা ফিলিং স্টেশনের সামন থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৫) তে অভিযান চালানো হয়। এসময় পাথরের নীচ থেকে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে মাদক ট্রাকের চালক নীলফামারীর ডিমলার দক্ষিণ তিতপাড়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩০) এবং একই জেলা ও উপজেলার ডালিয়া মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র ট্রাকের চালক সামিনুল ইসলাম (১৮) কে গ্রেফতরা করা হয়েছে। পথিমধ্যে লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাকটির ড্রাইভার, হেলপার ও মালিকসহ অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তির সহযোগিতায় ট্রাকটিতে ফেন্সিডিলের বস্তা বিশেষ কায়দায় পাথরের নীচে বোঝাই করা হয়। এসব ঢাকায় সরবরাহ করা হতো।
পিবিএ/আল আমীন সুমন/বিএইচ