রংপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেফতার ১

পিবিএ,রংপুর: রংপুরে ১’শ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আ ১৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিতিতে রংপুর কেন্দ্রীয় বাস টারমিনাল এলাকা থেকে আবু মূসা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানান, রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টারমিনাল এলাকায় অভিযান চালিয়ে রংপুর ধাপ মেট্রোপলিটন থানা পুলিশ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ধামারহাট এলাকার আব্দুল খালেকের পুত্র আবু মূসা মিয়া একটি পালসার মটর সাইকেল (যার নং কুড়িগ্রাম-ল ১১-০৪৩৯) যোগে ১শ’ বোতল ফেন্সিডিল নিয়ে শহরে প্রবেশের সময় তাকে হাতে নাতে আটক করে।
এ সময় এস আই মোঃ ইকবাল হোসেন নেতেৃত্বে, টি এস আই আব্দুস সবুর, এটি এস আই আলামিন, এটি এস আই সিরাজুল ইসলাম, এ এস আই সায়রুলসহ সঙ্গীয় ফোর্স মূসাকে ফেন্সিডিল সহ আটক করে রংপুর ধাপ পুলিশ ফাঁড়ি (আরপিএমপি) তে আনা হয়।
আসামী মূসার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অপর একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে।
পুলিশ জানায়, আটককৃত আসামী মূসা মিয়া দীর্ঘদিন থেকে রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

পিবিএ/এস আই

আরও পড়ুন...