রংপুরে বিপুল পরিমান বিদেশী মদসহ নারী আটক

পিবিএ,রংপুর: রংপুরে ১৪ লাখ ৫২ হাজার টাকার বিদেশী মদ ও বিয়ারসহ রেশমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্টোপলিটন পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে নগরীর জুম্মাপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে এসব উদ্ধার করা হয়।


বিষয়টি রংপুর মেট্টোপলিটন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ পিবিএকে নিশ্চিত করেছেন। আটককৃত রেশমা বেগম নগরীর ধাপ সাতগড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী বলে জানা যায়।
ওসি আব্দুর রশিদ জানান, রেশমার বাড়ি ধাপ সাতগড়ায় হলেও নগরীর জুম্মাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার) রাত তিনটার দিকে তার ভাড়া বাসায় অভিযান শুরু করে আজ (শনিবার) সকাল আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় প্রায় চৌদ্দ লাখ বায়ান্ন হাজার টাকার বিদেশী মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং রেশমা বেগমকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেট্টোপলিটন পুলিশের এই কর্মকর্তা।
পিবিএ/হক

আরও পড়ুন...