রংপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মেজবাহুল হিমেল,রংপুর: রংপুর হারাগাছ পৌরসভার পাইকার বাজারের এলাকায় আব্দুল হালিম সরকার (৫৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উটেছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ।

নিহত আব্দুল হালিম সরকার হারাগাছ থানার পাইকারটারী গ্রামের মৃত ছমছ উদ্দিনের ছেলে এবং মালা বিড়ি ফ্যাক্টরির মালিক।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে রংপুরে হারাগাছ পাইকার বাজারের তামাক ব্যবসায়ী আব্দুল হালিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট এর চর মিলন বাজার এলাকার বাসিন্দা ফজলু মিয়ার বিরুদ্ধে।

এলাকা বাসী সূত্রে যানাযায়, পাওনা টাকা নিয়ে মঙ্গলবার রাতে বৈঠক চলাকালে দু’পক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী আব্দুল হালিম সরকারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। মুমূর্ষু অবস্থায় হালিমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হারাগায় পৌরসভা পকিহাটা ব্রিজের সামনে তিনি মারা যান। ফজু ও ফজলু মিয়ে তাকে মারেন।

এলাকা বাসী আরও জানান, ফজু ও ফজলু দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। হারাগাছ এলাকায় মাদকের বড় সিন্ডিকেট চালায় এরা।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল লালমনিরহাট হওয়ায় এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় মামলা হবে। তামাক ব্যবসার পাওনা টাকার বিরোধ থেকে এ ঘটনাটি ঘটেছে বলেও তিনি জানান।

এঘটনায় হারাগাছ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট থানা পুলিশের একটি বৈঠকও হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...