মেজবাহুল হিমেল, রংপুর: রংপুর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর কালিমন্দিরে রংপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুরের সভাপতি বাবু বনমালী পাল, সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার বর্মন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুরের সভাপতি বাবু অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক বাবু ধীমান ভট্রাচার্য, রংপুর মহানগর পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক বাবু ভবতোষ সরকার বাচ্চু, সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায় প্রমুখ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান শোকাহত মাসকে স্মরণ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বল্পপরিসরে এসব অনুষ্ঠান পালন করতে নির্দেশনা দেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ধর্ম পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আন্তরিক। দুষ্টলোক কোন ধর্মের সঠিক অনুসারি হতে পারে না তাদের দিক থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
পিবিএ/এসডি