রংপুরে সাংবাদিক নির্যাতনে বিওজেএ’র নিন্দা ও প্রতিবাদ

boja-logo

পিবিএ,ঢাকা: রংপুরে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ । আজ (২৫ জুন) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিওজেএ’র কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমানে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা মামলার মাধ্যমে সত্যকে আড়াল করার যে চক্রান্ত চলছে তা সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না। অবিলম্বে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িত পুলিশ সদস্যের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা চলছে। অনতিবিলম্বে এই সকল হামলা- মামলা বন্ধ করতে হবে। সাংবাদিকদের সুষ্ঠ কাজের পরিবেশ তৈরি করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহবান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। সুন্দর সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা এক হয়ে কাজ করবেন বলেও আশা ব্যক্ত করা হয় ।

উল্লেখ্য রংপুরের গংঙ্গাচড়ায় রাস্তায় গাড়ি আটকে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও ধারনের দায়ে ৭১ টেলিভিশনের রংপুরের ব্যুরো রিপোর্টার শাহ বায়েজিদ আহমেদ ও ক্যামেরাম্যানকে মারধর করা হয় ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...