পুলিশের গুলিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যাকাণ্ডে মামলা করেছেন তার বড় ভাই রমজান আলী।
মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আবেদন গ্রহণ করে তাজহাট থানাকে মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারক।
রোববার (১৮ আগস্ট) বেলা সোয়া ১১টায় রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের (তাজহাট) বিচারক রাজু আহমেদ বাবু এ আদেশ দেন।
এর আগে, নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী ওই আবেদন করেন। মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে কোতয়ালী থানার এএসআই সৈয়দ আমীর আলীকে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাময়িক বরখাস্ত হওয়া কনেস্টবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বডুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, দফতর সম্পাদক বাবুল হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান, মো: আল ইমরান হোসেন, সাময়িক বরখাস্ত হওয়া তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান মণ্ডল, বাধ্যতামূলক অবসরে পাঠানো সাবেক রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার মনিরুজ্জামান, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৮ জনসহ অজ্ঞাত নামাদের আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা পারস্পারিক যোগসাজসে নির্দেশ দিয়ে গুলি করে আবু সাঈদকে হত্যার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঠেকানোর চেষ্টা করে। গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
এছাড়াও একই আদালতে ৪ আগস্ট পুলিশের গুলিতে নিহত ফল বিক্রেতা মিরাজুল ইসলামের মা আম্মিয়া খাতুন ও আব্তুল্লাহ আবু তাহেরের বাবা আব্দুর রহমান মামলা করেছেন। ওই দু’টি মামলাও গ্রহণ করে তাজহাট থানাকে রেকর্ড ও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।