রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু আর নেই

মেজবাহুল হিমেল, রংপুর: রংপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভ’র বাবা বিশিষ্ট সাংবাদিক রশীদ বাবু ইন্তেকাল করেছেন।

শনিবার (২২ মে) ভোর ৫টা হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন।
মরহুমের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হবে।

বাদ আসর জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের রংপুরের শোক:শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি কাজি জাহিদ হেসেন লুসিড, সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল ওহাব টিপু, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হিমেল, দপ্তর সম্পাদক রনজিৎ দাস, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও সাংবাদিক রশিদ বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...