রংপুর প্রেসক্লাবের সামনে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

 

RANGPUR
রংপুর প্রেস ক্লাবের সামনে গনমাধ্যম কর্মীদের মানববন্ধন

পিবিএ,রংপুর: বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী মাহমুদুল ইসলাম জয়ের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং দৈনিক সংবাদ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন হোসেন ও সৌম্য সরকারকে পিটিয়ে গুরতর আহত করার প্রতিবাদে ও ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে রংপুরে কর্মরত গনমাধ্যম কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন – প্রবীন সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রশীদ বাবু, এটিএন বাংলার প্রতিনিধি মাহবুবুল ইসলাম, ডিবিসি নিউজের নাজমুল ইসলাম নিশাত, একুশে টিভি ও দৈনিক সংবাদের লিয়াকত আলী বাদল, ভিডিও জার্নলিস্ট এর সাধারন সম্পাদক এহেসানুল হক সুমন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন – নয়া দিগন্ত রংপুর অফিস প্রধান সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়জীদ আহমেদ, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, জাগো নিউজ রংপুর প্রতিনিধি জিতু কবির, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসাসিয়েশন রংপুর, পল্লী টিভি রংপুর প্রতিনিধি আল আমীন সুমন, দপ্তর সম্পাদক ও সময়ের কন্ঠস্বর রংপুর প্রতিনিধি মেজবাহুল হিমেল, এতে প্রিন্ট ইলেক্টনিক্স মিডিয়া, অনলাইন এবং ভিডিও জার্নালিস্ট ও ফটো সাংবাদিকরা অংশ নেয়।

বক্তারা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম জয়ের নেতৃত্বে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন হোসেন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকারকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় হলের প্রভোষ্ট সহ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও পুলিশকে জানিয়েও কোন কাজ হয়নি। সভায় ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসী জয় ও ক্যাডার বাহিনীকে গ্রেফতার করার আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান সহ কঠোর কর্মসূচি দেবার ঘোষণা দেয়া হয়।

পিবিএ/ইএইচকে

 

আরও পড়ুন...