মেজবাহুল হিমেল,রংপুর: চলমান মহামারী করোনা ভাইরাসে কারণে রংপুরের পীরগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতি এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের দাড়িয়েছেন রংপুর বিভাগীয় সমিতি ঢাকার। রংপুর বিভাগীয় সমিতি ঢাকার আয়োজনে করোনা দুর্যোগে রংপুর জেলার কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে তিন শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেড কোয়ার্টার মহিদুল, রসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, জেলা আওয়ামীলেিগর যুগ্ম সম্পাদক মওলা, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারষ সম্পাদক হাজী আব্দুল রাজ্জাক রংপুর বিভাগ সমিতির সহ সাংগঠনিক
সম্পাদক সোহেল রানা, রংপুরের গ্লোবাল কম্পানী প্রাইভেট লিমিটেডে এর পরিচালক জিএইস পাভেল উপস্থিত ছিলেন। এর আগে রংপুরে মোট, ২শত জনকে দেয়া হয়েছে খাবার সামগ্রী।
পিবিএ/এমএসএম