রংপুর বিভাগে হোম কোয়ান্টোইনে ১৭৬১ জন

পিবিএ,রংপুর: রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ১০৪ জন। এনিয়ে এইবিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ৭৬১ জন।

রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী জানিয়েছেন, শুকবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ২ হাজার ৮২৩ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১ হাজার ৬৫ জনকে। এখন হোম কোয়ারেন্টাইন আছেন ১ হাজার ৭৬১ জন।

যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন এ গেছেন ১০৪ জন। তিনি আরও জানান, কোয়ারেন্টাইনদের মধ্যে রংপুরে ৪০০, পঞ্চগড়ে ৬৮৯, নীলফামারীতে ২৫১, লালমনিরহাটে ১৮৮, কুড়িগ্রামে ৩১৫, ঠাকুরগাওয়ে ২৪৩, দিনাজপুরে ৪২৮ এবং গাইবান্ধায় ৩০৯ জনের মধ্যে ২৩৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

এরমধ্যে গাইবান্ধায় ২ জন সনাক্ত হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন যুবকের শরীরে করোনা সনাক্ত হয নি।

পিবিএ/মেজবাহুল হিমেল/এমএসএম

আরও পড়ুন...