রংপুর সিটির ২১ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

পিবিএ, রংপুর: নগরবাসীকে মশার অতিষ্ট থেকে স্বস্তি দিতে মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ সকল রোগ জীবাণু প্রতিরোধে রংপুর সিটি কর্পোরেশন এর ২১নং ওয়ার্ডে ব্যাপকভাবে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকালে নগরীর হাজীপাড়া চামড়াপট্টিস্থ শ্যামা সুন্দরী ক্যানেল সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের শাখা প্রধান শাহিনুর রহমান শাহিন, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর নিরঞ্জন সরকার, ওয়ার্ড সুপার ভাইজার এম এ মজিদ, শফিউল্লাহ্ শাফি প্রমুখ।

২১ নং ওয়ার্ডে এই কার্যক্রমের প্রথম দিনে টার্মিনাল রোড শ্যামা সুন্দরী ক্যানেল, হাজীপাড়া, চামড়াপট্টি, মুচিপট্টি, আশরাফিয়া জামে মসজিদ, র‌্যাব-১৩ এর শাপলা চত্বর ক্যাম্প এলাকার ড্রেন, সরু গলি, ময়লা-আবর্জনা ফেলানোর পয়েন্ট সমূহে ফগার মেশিনের মাধ্যমে ব্যাপকভাবে মশক নিধন প্রক্রিয়া চালানো হয়। পর্যায়ক্রমে ২১নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় মশক নিধন কার্যক্রম চলবে।

এরআগে গত ২৭ মার্চ রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আনুষ্ঠানিকভাবে মশক নিধন কর্মসূচী উদ্বোধন করেন। রসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নগরীর বর্ধিত এলাকা ব্যতিত পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলবে।

পিবিএ/এসকে/হক

আরও পড়ুন...