রওশন এরশাদ সরকারের সাথে বেঈমানী করেনি: বিদিশা(ভিডিওসহ)

জিসাদ ইকবাল,পিবিএ,ঢাকা: বর্তমান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ কখনো আওয়ামী সরকারের সাথে বেঈমানী করেনি বলে মনে করেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। বার্তা সংস্থা পিবিএ’র ( প্রেস বাংলা এজেন্সি) সাথে বিদিশা সিদ্দিকের একান্ত আলাপচারিতায় জাতীয় পার্টির বর্তমান রাজনীতি, দেশের পরিস্থিতি ও তার আগামী দিনের রাজনৈতিক ভাবনাসহ নানা বিষয় উঠে এসেছে।

সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে নিয়ে বিদিশা বলেন, আমি মনে করি ম্যাডাম( রওশন এরশাদ) একজন ক্যাপাবল রাজনীতিবিদ। উনি হুসেইন মুহম্মদ এরশাদের থেকেও অনেক ভালো রাজনীতিবিদ। এরশাদ হুটহাট ডিসিশন নিতেন যেটা ম্যাডাম( রওশন এরশাদ) কখনো করেন না । তিনি অনেক ঠান্ডা মাথায় রাজনীতি করেন , তাই তাকে কেউ চাপ দেবে এটা আমি মনে করিনা। উনার পারফরম্যান্স খুব ভালো বলেই সরকারের তিন মেয়াদে উনি ছিলেন এবং এখনো আছেন। তার (রওশন এরশাদ) আউটপুট ভাল না হলে সবাই তো তাকে সম্মান দিত না। তাছাড়া ম্যাডাম(রওশন এরশাদ) সরকারের সাথে বেইমানি করেনি। তাই সরকার সিদ্বান্ত নিয়েছে ম্যাডামের কাছে জাতীয় পার্টি নিরাপদ থাকবে এবং সরকারের জন্য হুমকিতে পড়বে না। । অন্যান্য নেতাদের সম্পর্কে বিদিশা বলেন, অন্য যেসকল নেতারা আছে তাদের আমলনামায সরকারের কাছে আছে । কে কার কাছ থেকে কত টাকা নেয়, কে কত টাকা বিদেশে হুন্ডি করে। কে লন্ডনে ফোনে কথা বলে, তারা যে অন্য দলের সাথে যাবে না সবকিছুই সরকার কাছে আছে। এই সব বিবেচনা করে রওশন এরশাদকে সরকার বেশি নিরাপদ মনে করেছে।

https://www.facebook.com/sangbadik.net/videos/387900208566210/?t=0

রংপুর-৩ আসনের উপনির্বাচন নিয়েও পিবিএ’র সাথে কথা বলেছেন বিদিশা সিদ্দিকী। তিনি বলেন, আসলে আমি রংপুর-৩ আসনে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু যখন দেখলাম আমাদের বড় ছেলে সাদ এরশাদ ইচ্ছা পোষণ করেছেন যে, ওখান থেকে নির্বাচন করতে চায় , তখন অভিয়েসলি আমি এই চিন্তাটা বাতিল করলাম, আমার উচিত হবে না এখান থেকে নির্বাচন করা। রংপুরবাসি চেয়েছিল আমি স্বতন্ত্র নির্বাচন করি , কারণ এটা এরিকের বাবার সিট। কিন্তু পরে যখন দেখলাম, বড় ছেলে সাদ এরশাদ আগ্রহ প্রকাশ করেছে তখন এখান থেকে আমি সরে আসলাম। কারণ মা তার সন্তানের বিরুদ্ধে লড়তে পারে না। তবে রংপুর-৩ আসন নিয়ে জাতীয় পার্টি বাজে একটা কাজ করেছে। তারা যখন সাদ এরশাদকেই মনোনয়ন দিবে তাহলে তা আগে থেকেই জানিয়ে দিলে ভালো হতো। তাহলে শাহারিয়ার আসিফের এতো গুলো টাকা খরচ হতো না। শাহারিয়ার আসিফও মাঠে-ঘাঠে অনেক পরিশ্রম করছে। আজ হোক কাল হোক সে নেতা হবে। তারমধ্যে আমি সেই নেতৃত্বটা দেখেছি। তরুণ সমাজকে সে উদ্বুদ্ধ করতে পারে। এখানের নির্বাচনে ভালো একটা ফাইট হবে। দেখা যাক কে জিতে, কে হারে। এই হারজিতের মধ্যে শাহরিয়ার রাজনীতিতে শক্ত অবস্থান করে ফেলবে। সে কিন্তু নেতা হয়ে যাবে। জাতীয় পার্টি তাকে কতো দিন এই রকম করে রাখবে। আমাকেও পারবে না, শাহরিয়ারকেও পারবে না।

জাতীয় পার্টির আগামী দিনের রাজনৈতিক স্বপ্ন নিয়েও কথা বলেছেন বিদিশা। তিনি বলেন, রাজনীতিতে আমার স্বপ্ন হলো তরুণদের নিয়ে কাজ করা। এখন যারা বয়োজ্যেষ্ঠ নেতা রয়েছে তাদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, অনেক হয়েছে এখন আপনারা নতুনদেরকে সুযোগ দিন। আর কতো দিন চেয়ার আঁকড়ে বসে থাকবেন। এটা ঠিক না, এটা কখনো সুস্থ রাজনীতি না। কিন্তু তারা কখনোই এটা করবে না, মৃত্যু পর্যন্ত তারা চেয়ার আকড়ে রাখবে। তারপরও এরমধ্যে দিয়ে তরুণ রাজনীতিবিদ বের হয়ে আসবে। তাদেরকে নিয়ে আমার ভবিষ্যত, আমার সন্তান এরিক ও সাদকে নিয়েই আমি ভবিষ্যত রাজনীতি করবো।

পিবিএ/বাখ

আরও পড়ুন...