রওশন নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক

শামীনূর রহমান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলামকে নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। নওগাঁ জেলার আহ্বায়ক মাসুদ হায়দার টিপু কারান্তরীণ থাকায় এ কে এম রওশন উল ইসলামকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এই দায়িত্ব প্রদান করেছেন। এই সিদ্ধান্ত ইতো মধ্যেই কার্যকর হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
যুবনেতা এ কে এম রওশন উল ইসলাম বলেন, নওগাঁয় ইতিমধ্যে বিএনপির অনেক নেতা-কর্মী মিথ্যা মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে না মঞ্জুর করে আদালত কারাগারে প্রেরণ করছে। দমন-পীড়ন চালিয়ে চলমান আন্দোলনকে স্তিমিত করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। কিন্তু বিএনপির একজন নেতা-কর্মী বাইরে থাকলে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন...