খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

‘রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে’

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: উগ্রবাদী হামলাকারীদের বিচার দাবি করে রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে বলে মন্তব্য করে ঢাকায় অধিকার আদায়ে হামলাকারীদের বিচার দাবি করে রক্ত দিয়ে হলেও অধিকার আদায় করা হবে হুশিয়ারি জানিয়েছে বক্তারা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণভাবে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস্ ফর সভারেন্টি নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় জড়িতদের অভিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে চেঙ্গি এস্কোয়ার হয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর ঘুরে সমাবেশে মিলিত হয়। উক্যনু মারমার সঞ্চালনায় হ্লাব্রে মারমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারন শিক্ষার্থী বাবু চাকমা,তুষিতা চাকমা,নেপোলিয়ন চাকমা,নয়ন ত্রিপুরা,নিশান চাকমা, মংসাই মারমা, অংশোয়েসিং মারমা প্রমূখ।

বক্তারা, ঢাকায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা চালিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা চালিয়ে রক্তাক্ত করায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে অন্যথায় তাদের ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারি জানান বক্তারা।

বক্তারা বলেন, প্রতিবাদ করলেই হামলা, ষড়যন্ত্রসহ নিজেদের অধিকার আদায়ের কথা উল্লেখ করে এটি কোনো দেশে বসবাস করছি এমন প্রশ্ন তুলে আদিবাসী স্বীকৃতির দাবি জানান। একই সাথে প্রত্যাহারকৃত গ্রাফিতি বহালসহ স্ব-স্ব জাতির স্বীকৃতির জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, এভাবে একের পর এক হামলার মন্তব্য করে ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে রক্তের বিনিময়ে হলে অধিকার আদায় করা হবে বলে হুশিয়ারি জানানো হয় সমাবেশ থেকে। এ সময় অধিকার আদায় না হলে বক্তারা রাজপথে থাকে নিজেদের নীপিড়ন,নির্যাতন,হামলার জবাব দিয়ে অধিকার আদায়ে কোন শিক্ষার্থীর উপর হামলা হলে পার্বত্য চট্টগ্রামকে অচল করে দেয়া হলে তার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে হুশিয়ারী জানান।

আরও পড়ুন...