রঙ পাল্টে সাদা ইয়াবা আসছে

ইয়াবা
সাদা রঙের ইয়াবা

পিবিএ,চট্টগ্রাম: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে রঙ বদলে আসছে সাদা ইয়াবা। লাল ও হলুদ রঙের পর অভিনব কায়দায় সাদা রঙের ইয়াবা নিয়ে আসছে মাদক ব্যাবসায়ীরা। চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে এক হাজার পিস সাদা ইয়াবাসহ ইদ্রিস নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এমন তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চট্টগ্রামে জব্দকৃত সাদা ইয়াবা দেশে প্রথম বারের মতো ধরা পড়লো। গ্রেপ্তারকৃত কিশোর ইদ্রিসের তথ্যমতে পাচারের সুবিধার্থে রং পাল্টে এখন সাদা ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে। লাল ইয়াবার অবয়বে আকারে সামান্য ছোট করেও তৈরি করা হয়েছে এসব ইয়াবা। যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে সহজে ফাঁকি দেয়া যায়।

তিনি জানান, নগরীর লালদীঘি এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে ঢাকামুখী ইউনিক পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশির সময় কিশোর ইদ্রিসের (২২) কাছে এসব ইয়াবা পাওয়া যায়।

 

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...