রবিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পিবিএ,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে আগামী রবিবার থেকে সকল প্রকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী রবিবার খোলার দিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি চালু থাকবে।

জানা যায়, শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ১৯ মে (রবিবার) থেকে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ২ জুন (রবিবার) হতে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। ক্লাস বন্ধ থাকা সময়ে কোন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকলে তা গ্রহণ করা হতে পারে বলেও উল্লেখ ছিল বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে।
এদিকে বিভিন্ন বিভাগে সেমিস্টার পরিক্ষা থাকায় শিক্ষার্থীরা ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। আবাসিক হল না থাকায় বিভিন্ন মেস ও বাসা বাড়িতে শিক্ষার্থীরা ফিরছে বলে জানা গেছে।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...