রমজানকে কেন্দ্র করে র‌্যাবের অভিযান, গ্রেফতার ৩২ ছিনতাইকারী

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩২ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রকি (২৪), মো. পাভেল (২৫), মো. অপু (১৯), মো. শফিকুল ইসলাম (১৯), মো. ফরহাদ (২৫), মো. সিয়াম (১৯), মো. মারুফ (২৫), মো. মনোয়ার হোসেন (৩৫), মো. পারভেজ (২২), মো. স্বাধীন (২৫), মো. সিয়াম (১৮), মো. শান্ত মিয়া(১৯), মো. তাজু মিয়া (১৮), মো. শুভ মিয়া (১৮), মো. মুন্না মিয়া (১৮), মো. হদয় খাঁন (১৮), মো. ইব্রাহিম (২৫), মো. নাজমুল (২৫), মো. রফিকুল ইসলাম ওরফে কোদালবাবু (২৪), রফিকুল ইসলাম ওরফে রবিন (২৪), মো. সাজ্জাদ হোসেন ওরফে সাগর (২৫), মো. শফিকুল ইসলাম ওরফে শফি(২৬), মো. আজগর আলী (২৩), মো. রাজিব হোসেন(২০), মো. ফয়সাল (২২), মো. স্বপন মিয়া (৪০), মোঃ ফারুক মিয়া (৩৫), আল আমিন (১৯), মো. তাইজুল ইসলাম ওরফে সাজু (১৮), মো. সুজন আহমেদ ওরফে ফারুক (৩৫), মো. জসিম মিয়া (১৮), মো. আকাশ মিয়া (১৬),

মোসতাক আহমেদ বলেন, র‌্যাব-১ এর একাধিক অভিযানে রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা হতে ৩২ জন ছিনতাইকারীেেক গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আব্দুলাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকা হতে ছিনতাইকারী চক্রের ৩২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

এসময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১৫ গ্রাম গাঁজা, ২১ টি চাকু, ১৯ টি মোবাইল ফোন, ১ টি মানি ব্যাগ, ৪ টি ছুরি, ১ টি ভাং, ১ টি খুর এবং নগদ ৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও পড়ুন...