রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়

 

 জাতীয় উৎসব রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ভিড়

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ভিড়

পিবিএ,ঢাকা: বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ মাসটির নাম মাহে রমজান। আর সপ্তাহের সবচেয়ে ফজিলতপূর্ণ দিনের মধ্যে রয়েছে পবিত্র জুম্মার দিন। শুক্রবার (১৭মে) ছিল পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুম্মা। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন জুম্মার নামাজ আদায়ে সকল প্রস্তুতি ধর্মপ্রাণ মুসলমানদের।

রোজাদাররা মহান সৃষ্টিকর্তার দরবারে মাথা ঠেকিয়ে তার আনুগত্যতা শিকারের পাশাপাশি দেশ ও মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করতে হাজির হয় মসজিদে। রমজানের দ্বিতীয় জুম্মায় দেশের মসজিদগুলোতে উপচে পরা ভিড়। রুদ্রতপ্ত দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, বঙ্গভবন জামে মসজিদসহ ঢাকাসহ দেশের সব মসজিদ গুলোতে ভিড় জমায় মুসল্লিরা। সময়ের অনেক আগেই কানায় কানায় ভরে উঠে মসজিদগুলো। মসজিদের ভিতরে জায়গা সংকুলান না হওয়ায় তপ্ত রাস্তায় প্রখর রোদে কিম্বা মসজিদের ছাদে জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করে ।

সরেজমিনে দেখা যায়, বঙ্গভবন জামে মসজিদের সামনের বিশাল মাঠে কানায় কানায় পূর্ণ ধর্মপ্রাণ মুসল্লিদের ভীরে। অনেকে রোদের মাঝেই দাড়িয়ে আছেন, বসার জায়গাও পাচ্ছেন না।

বড়দের পাশাপাশি ছোট ছোট শিশুরাও প্রিয়জনদের হাত ধরে মসজিদে উপস্থিত হয়েছে। স্থান সংকুলান না হলে মসজিদের ছাদ, আঙ্গিনা এবং পাশের সড়কে নামাজ আদায় করতে দেখা যায় মুসল্লিদের। তার আগে মসজিদগুলোতে রমজানের ফজিলত ও রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় বিষয়ে মূল্যবান আলোচনা করেন মসজিদের খতিবরা। জুম্মাকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপত্তায় নগরীর প্রধানতম মসজিদ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া নজরদারি।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...