পিবিএ,ঝিনাইদহ: আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য সহনীয় রাখতে ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। সোমবার দুপুরে শহরের ট’বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানের দ্রব্যমূল্যের তালিকা, ওজন পরিমাপ যন্ত্র, পণ্য বিক্রির রশিদ যাচাই-বাছাই করেন।
এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার অপরাধে সমীর এন্ড সন্সকে ১৫’শ টাকা, নিতাই সাহা স্টোরকে ১ হাজার টাকা, মানিক এন্ড ব্রাদার্সকে ৫’শ টাকা, সিয়াম স্টোরকে ৩ হাজার টাকা ও নিলিমা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান, সদর থানার এসআই ইউনুস আলী উপস্থিত ছিলেন।
পিবিএ/এইউ/আরআই