আসন্ন রমজানে মজুতদারি, কালোবাজারি অথবা কারসাজি যারা করছেন, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে সিআইডির ১২টি পৃথক টিম। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, যারা ইচ্ছেকৃত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পায়তারা করছে, তাদের বিশেষ নজরদারি থাকছে। কেউ যাতে মূল্যবৃদ্ধি করতে না পারেন, সেটাই এ ১২টিমের কাজ। যেসব ব্যবসায়ী মজুতদারি, কালো বাজারি করছেন, নজরদারিতে ধরা পড়লে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, গত জানুয়ারিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতদারি ও বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।