অনুমতি ছাড়া জামায়াতের ডাকা গণমিছিল থেকে রাজধানীর মালিবাগ ও মৌচাকে পুলিশের কাজে বাধা, নাশকতার উদ্দেশে হামলা, মারধর করার অভিযোগ তুলে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ ৯১ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৯। মামলার বাদী উপপরির্দশ (এসআই) সুবীর কুমার দাস।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ওসি আবুল হাসান জানান, মালিবাগ ও মৌচাক এলাকায় অনুমতি ছাড়া গণমিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। খবর পেয়ে সেখানে রমনা থানা পুলিশ গেলে মিছিল থেকে হামলা করা হয়। পুলিশের কর্তব্য কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিন জামায়াতকর্মীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মামলার ১ নং আসামি জামায়াত কর্মী কাউছার ইসলাম সুমন, ২ নং আসামি মো. আল আমিন ও ৯ নং আসামি আব্দুস সোবহান।
মামলায় উল্লেখযোগ্য জামায়াত নেতারা হলেন- ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মো. তাসলিম, ড. ফখরুদ্দিন মানিক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহফুজুর রহমান, ইয়াছিন আরাফাত, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জামাল উদ্দিন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মুহিবুল্লাহ সেক্রেটারি মো. আতিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সভাপতি নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মুহা. দেলোয়ার হোসেন প্রমুখ।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে মৌচাক মার্কেটের পাশে পুলিশের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোট ১১ জনকে আটক করা হয়। আটক সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন- কাউছার ইসলাম (৩৯), মো. হুমায়ুন কবির (৪০), মো. সালা উদ্দিন (৩৪), আ. রাজ্জাক (৪০), মো. আ. আউয়াল (৪৪), মো. সাইজ উদ্দিন (৫০), মো.মোতালেব (৬০), মো. আরিফুল ইসলাম (২৬), মো. মঈন উদ্দিন (৩২), আব্দুস সোবহান (৬২) ও মো. আল আমিন (২৫)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়, এই ঘটনায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাদের তালিকা প্রকাশ করে ডিএমপি।
তারা হলেন- শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এসি নিউমার্কেট জোন), মো. বায়েজীদুর রহমান (এসি রমনা জোন), এসআই শহীদুল ওসমান মাসুম (রমনা থানা), এসআই সুবীর কুমার কর্মকার (রমনা থানা), এসআই হাবিবুর রহমান (রমনা থানা), এসআই মোহাইমিনুল হাসান (রমনা থানা), এএসআই কবির হোসেন (রমনা থানা), এএসআই মো. ফিরোজ মিয়া (রমনা থানা), কনস্টেবল সৌরভ নাথ (পিওএম পূর্ব), কনস্টেবল সাদী মোহাম্মদ (পিওএম পূর্ব)।
অন্যদিকে, মৌচাক-মালিবাগ এলাকায় পুলিশের কর্তব্য কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে তিন থানায় চার মামলা দায়ের হয়েছে। রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। চার মামলাতেই বাদী পুলিশ।