পিবিএ,খেলাধুলা: টানা ৯ ম্যাচ বিরতির পর হায়দরাবাদ একাদশে জায়গা পেয়ে কিপ্টে বোলিং করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়াটসনের ব্যাটিং ঝড়ে রান বন্যার ম্যাচে কোন উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন সাকিব। প্রথম দুই ওভারে ১৭ রান দিলেও পরবর্তী ২ ওভার বোলিং করে দিয়েছেন ১০ রান। সব মিলে ৪ ওভার বোলিং করে ১ টি চার ও ১ টি ছক্কা দিয়েছেন সাকিব।
তবে ২৪ বলের মধ্যে দিয়েছেন ৭ টি ডট বলও। শেষ পর্যন্ত কিপ্টে বোলিং করে ৪ ওভারে ২৭ রান দিয়ে উইকেট শুন্য থাকেন সাকিব। অন্যদিকে রশিদ খানের বল ইচ্ছা মত পিটিয়েছেন ওয়াটসন। তার ৪ ওভারে রান নিয়েছে ৪৪। সাথে ছিল সান্দিপ সার্মা। সে তো তার প্রথম ওভারেই খেয়ে বসেছে ২২ রান। ৩.৫ ওভারে দিয়েছেন ৫৪ রান।
তবে ভুবেনশ্বর কুমার করেছেন অসাধারণ বোলিং। ৪ ওভারে রান দিয়েছেন ১৮। রশিদ খান ১টি, সন্দীপ শর্মা ১টি, ভুবেনশ্বর কুমার ১টি করে উইকেট পান।
পিবিএ/এমএস