পিবিএ,রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে কর্মচারী ইউনিয়নের উপদেষ্ঠা কমিটি এবং এডহক কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নতুন কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের উপদেষ্ঠা ও এডহক কমিটির নেতৃবৃন্দ।
এর পর রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সচিব রাশেদুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা নাঈমুল হকসহ সকল শাখা প্রধানদের সাথে পর্যাক্রমে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জামাল উদ্দিন, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের উপদেষ্ঠা কমিটি সাইফুল ইসলাম, মিজু, তুহিন বকসি, বাবলু ও সরফুল আলম রাখু।
রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের এডহক কমিটির আব্দুর রহিম বাবলু, সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর কবির শান্ত, যূগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, ওয়াদুদ হোসেন, শহিদুল হোসেন সোহেল, আকতার হোসেন, খোকন মিয়া, রবিউল ইসলাম রতন, ফারুক আহমেদ ও মোবারক হোসেন হিরা, সদস্যরা হলেন-নয়া মিয়া, একরামুল, শাহ আলম, মাহামুুদুলনবী, শাহা আলম, ইব্রাহিম খলিল, আবুল কালাম আজাদ, মোছাঃ হাজেরা খাতুন, আশরাফুল ইসলাম ও ইউনুছ আলী। এ সময় নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পিবিএ/মেজবাহুল হিমেল/এসডি