রহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সহজ জয়

রহিত শর্মা

পিবিএ ডেস্ক: রহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দঃ আফ্রিকার ২২৮ রানের দুর্বল টার্গেট সহজেই পার করে ৬ উইকেটের জয় পায় ভারত। রহিত ১২২ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।

দক্ষিণ আফ্রিকার দেয়া ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের সামনে কঠিন লক্ষ্য দিতে পারেনি প্রোটিয়ারা। ব্যাটারদের ব্যর্থতার দিনে তারা পুঁজি পান মাত্র ২২৭ রানের।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন দুই ওপেনার। হাশিম আমরা বিদায় নেন ৬ রানে। আর ডি কক ফেরেন ১০ রানে। দুজনকেই তুলে নেন জসপ্রিত বুমরাহ। রাসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে তাদের বেশিদূর যেতে দেননি জুজবেন্দ্র চাহাল। অল্প সময়ের ব্যবধানে তাদের বোল্ড করে ফেরান তিনি। ডেভিড মিলারের ৩১ রানের পর শেষ দিকে ক্রিস মরিসের ব্যাটে দুইশ পার করে প্রোটিয়ারা।

বিশ্বকাপে টানা তিন ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এবং বাংলাদেশের পর এবার ভারতের বিপক্ষে ৬ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো প্রোটিয়াদের।

স্কোর:
দক্ষিণ আফ্রিকা ২২৭/৯ (৫০)
হাশিম আমলা ৬ (৯)
কুইন্টন ডি কক ১০ (১৭)
ফাফ ডু প্লেসি ৩৮ (৫৪)
রাসি ফন ডার ডুসেন ২২ (৩৭)
ডেভিড মিলার ৩১ (৪০)
জেপি ডুমিনি ৩ (১১)
আন্দিলে ফেলুকাওয়ায়ু ৩৪ (৬১)
ক্রিস মরিস ৪২ (৩৪)
কেগিসো রাবাদা ৩১ (৩৫)
ইমরান তাহির ০ (২)

বোলার
ভুবনেশ্বর কুমার ১০-০-৪৪-২
জসপ্রিত বুমরাহ ১০-১-৩৫-২
হার্দিক পান্ডিয়া ৬-০-৩১-০
কুলদীপ ইয়াদভ ১০-০-৪৬-১
জুজবেন্দ্র চাহাল ১০-০-৫১-৪
কেদার জাদভ ৪-০-১৬-০

ভারত ২৩০/৪ (৪৭.৩)
শিখর ধাওয়ান ৮ (১২)
রহিত শর্মা ১২২* (১৪৪)
বিরাট কোহলি ১৮ (২৪)
লোকেশ রাহুল ২৬ (৪২)
এমএস ধনি ৩৪ (৪৬)
হার্দিক পাণ্ডিয়া ১৫ (৭)

বোলার
ইমরান তাহির ১০-০-৫৮-০
কেগিসো রাবাদা ১০-০-৩৯-২
ক্রিস মরিস ১০-০-৩৬-১
আন্দিলে ফেলুকাওয়ায়ু ৮.৩-০-৪০-১
তাবরিজ শামসি ৯-০-৫৪-০

ফলাফল:
ভারত ছয় উইকেটে জয়ী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...