রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

মনির হোসেন মাহিন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাকসু আন্দোলন মঞ্চ।

সোমবার সকাল ১১ টায় উপাচার্য দপ্তরে স্মারকলিপি পৌঁছে দেন মঞ্চের প্রতিনিধিবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাকসু নির্বাচন বন্ধ থাকায় প্রশাসনের স্বেচ্ছাচারীতা, জবাবদিহিতাহীনতা এবং নানান অনিয়ম ও দুর্নীতির মতো কলঙ্কজনক ঘটনা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করে চলছে। ‘৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী ডিসেম্বর মাসেই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান প্রতিনিধিবৃন্দ।

স্মারক লিপিতে তারা আরো উল্লেখ করেন, গত ১৭ ডিসেম্বর মঞ্চের আহ্বানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাকসু নির্বাচনের দাবিতে একমত হয় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠন। দাবির পক্ষে সম্মতি পোষণ করা সংগঠনগুলো হচ্ছে: বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নাগরিক ছাত্র ঐক্য, বিপ্লবী ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদালয় শাখা।
নির্বাচিত ছাত্রপ্রতিনিধি ব্যতিরকে রাকসুর আয়োজনে ও রাকসু তহবিল থেকে ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া উৎসব-২০২১’ অনুষ্ঠানের ব্যাপারে স্মারকলিপিতে ব্যাখ্যা দাবি করেন তারা।

উল্লেখ্য, ত্রিশ বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ মেয়াদে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘রাকসু সংলাপ’ শিরোনামে আলোচনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বেশ কয়েকটি সংগঠন আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে রাকসু নির্বাচন আর আলোর মুখ দেখেনি।

 

আরও পড়ুন...