রাঙামাটিতে সুরেশ কান্তি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেফতার ১

গ্রেফতারকৃত স্নেহাশীষ চাকমা

পিবিএ ডেস্ক: রাঙামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি পঞ্চঙ্গ্যা হত্যা মামলার এক আসামিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম স্নেহাশীষ চাকমা।কোতোয়ালি থানার ওসি জাহিদ হোসেন রনি জানান, মামলার পর আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে স্নেহাশীষ চাকমা নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

এ ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হত্যাকান্ডের ৩দিন পর শনিবার সকালে মামলা করেন উপজেলা যুবলীগের তথ্য সম্পাদক মনির হোসেন। এতে বিলাইছড়ি থানার উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমাসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৭ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলাটি দায়ের করা হয়।

আসামীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বিলাইছড়িতে আলিখিয়ং এলাকায় সুরেশ কান্তি পঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার জন্য সন্তু লারমার জনসংহতি সমিতিকে দায়ি করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...