রাঙ্গামাটিতে একদিনে তিন লাশ উদ্ধার

 

las-uddhar.jpg-500

পিবিএ, রাঙামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী কারিগড় পাড়ায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছে এবং সদর উপজেলার বালুখালী ইউনিয়ন এলাকার কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কোতয়ালী থানা ও স্থানীয় সুত্রগুলো এসব ঘটনার নিশ্চিত করেছেন।

কাপ্তাইস্থ চন্দ্রঘোনা থানা সুত্র জানিয়েছে, সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাইখালীর কারিগর পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মংশিনু মারমা (২৫) ও জাহিদুল ইসলাম (২৬)। ঘটনার পর পুলিশ তাদের লাশ দুটি উদ্ধার করেছে।
অপর দিকে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানিয়েছেন, সদর উপজেলার বালুখারী ইউনিয়ন এলাকায় কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে বলে তিনি জানান। পরে উদ্ধাকৃত লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন দুর্বৃত্তের গুলিতে নিহত দুই যুবকের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেননি। ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
অন্য দিকে চন্দ্রঘোনা থানার পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, কাপ্তাই উপজেলার রাইখালী কারিগর পাড়ার বাজার এলাকায় মংশিনু মারমা (২৫) ও জাহিদুল ইসলাম জাহিদ (২৬) কে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাধারন মানুষ বিষটি পুলিশকে অবগত করা হলে পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তবে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে কিছু জানা যায়নি।

পিবিএ/ ইএইচকে

আরও পড়ুন...