পিবিএ রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে প্রকাশ্যে বিক্রম চাকমা (৩৫) ওরফে সুমন নামে জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পার্বত্য শান্তিচুক্তির ২২ বর্ষপূর্তির প্রাক্কালে ফের রক্তপাত ঘটল পাহাড়ে।
রোববার দুপুরের দিকে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার একটি দোকানের পাশে অবস্থান করছিলেন বিক্রম চাকমা। এ সময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ৫-৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিক্রম চাকমা দলটির একজন চাঁদা সংগ্রাহক বলে জানা গেছে।
রাঙ্গামাটি কোতোয়ালী ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয় একটি দোকানের পেছন থেকে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে চারটি গুলি খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে চারটি গুলিবিদ্ধের ক্ষতস্থান পাওয়া গেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানা যায়নি।
পিবিএ/এমআর