পিবিএ ডেস্ক: রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় আজ শনিবার সকালে রাস্তার উপর পাহাড়ধসে দুইজন পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন রাউজানের নোয়াপাড়ান অতল বড়ুয়া ও কারীগর পাড়ার সুজয়া অং মারমা।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ উদ্দিন জানান, চলমান ভারি বর্ষণের ফলে শনিবার সকালে রাইখালী-বাঙ্গালহালিয়া-রাজস্থলী-বান্দরবান প্রধান সড়কের কারীগর পাড়ায় একটি চলন্ত সিএনজি অটোরিকশা ও পথচারীর উপর হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে সিএনজি অটোরিকশাটি পার হয়ে গেলেও দুজন পথচারী মাটি চাপা পড়েন। ঘটনার পর ফায়ার সার্ভিস সড়কে মাটিচাপা পড়া দুজনের লাশ উদ্ধার করে।
পিবিএ/বিএইচ