৯ এপ্রিল থেকে তিন দিনব্যাপী রাঙ্গামাটিতে বিজু মেলা

পিবিএ,রাঙ্গামাটি: পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে চার দিনব্যাপী আয়োজিত বৈসুক, সাংগ্রাইন, বিঝু উৎসব মেলা শেষ হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদ ও ক্ষুদ্র
নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মেলাটির আয়োজন করে, ।
গত মঙ্গলবার বিকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার মেলার উদ্বোধন করেছেন। ঐতিহ্যবাহী পাচন রান্না ও বিভিন্ন খেলাধুলাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী মেলা শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে।

মেলায় বসানো হয়েছে পাহাড়িদের নিজস্ব সংস্কৃতির পোশাক, অলংকার, খাবারসহ বিভিন্ন ব্যবহার্য্য সামগ্রির প্রদর্শনী ও বিক্রয় স্টল। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হয় মঞ্চ নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর আগামী রোববার শুরু হচ্ছে তিন দিন্যাপী ১৫তম পার্বত্য চট্টগ্রাম জুম সংস্কৃতি মেলা-২০১৯।

স্থানীয় সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিক্স কাউন্সিল (জাক) এ মেলার আয়োজন করেছে। ৯ এপ্রিল শুরু হবে রাঙ্গামাটি বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু, চাংক্রান-২০১৯ উদযাপন কমিটির তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। উদ্বোধনীর দিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ফুল ভাসানো।

আরও পড়ুন...