পিবিএ,রাঙ্গামাটি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি বাজারে সেনা জোন (অবিচলিত তের) কর্তৃক সম্প্রতি ‘সম্প্রীতি ষ্টোর’ নামে একটি দোকান শেড নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) এ শেড থেকে বিলাইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষুকে একটি দোকান প্লটসহ নগদ ৮ হাজার টাকা এবং বিলাইছড়ি বাজার কমিটিকে ৩২ ইঞ্চি একটি রঙিন টিভি প্রদান করেন বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল শেখ আব্দুল্লাহ পিএসসি।
তিনি বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান এর নিকট টিভি হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সেনা জোনের মেজর মোঃ আরিফুজ্জামান, বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা আ.লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়–য়াসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ।
পিবিএ/এসি/ইএইচকে