রাঙ্গামাটিতে ১১ প্রার্থীর ভোট বর্জন; ১ কেন্দ্র স্থগিত

পিবিএ,রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালীতে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (মূল ইউপিডিএফ ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ( মূল জেএসএস) সংগঠন সমর্থিত প্রার্থীসহ স্বতন্ত্র ১১ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এরা হলেন,বাঘাইছড়ি উপজেলার জেএসএস সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী বড় ঋষি চাকমা (দোয়াত-কলম), মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমিতাচাকমা ( প্রজাপতি) ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সমীরণ চাকমা। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জন্টিনা চাকমা(মোটরসাইকেল), চেয়ারম্যান পদপ্রার্থী পঞ্চানন চাকমা(ঘোড়া), চেয়ারম্যান পদপ্রার্থী রূপম চাকমা (দোয়াত-কলম) পুরুষ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রণ বিকাশ চাকমা(চশমা), সুজিত তালুকদার(তালা )এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী কোয়ালিটি চাকমা (কলস)এবং প্রমিকা চাকমা(প্রজাপতি)। এছাড়াও কাউখালী উপজেলায় জেএসএস সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী অর্জুন মনি চাকমা।

সোমবার দুপুর থেকে নিজ নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে প্রার্থীরা ভোট বর্জন করেন।
সংবাদ সম্মেলনে তারা লিখিতভাবে অভিযোগে করেন, প্রশাসনের অসহযোগিতা, ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের কেন্দ্র দখল, সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন এবং ভোট কারচুপি করা হচ্ছে এমন অভিযোগ এনে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তারা পুননির্বাচনের দাবি জানান।

এদিকে রাঙ্গামাটি সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও জেলার বরকল উপজেলার ১নং সুবল ইউনিয়নে বরুনাছড়ি কেন্দ্রে ব্যালট বাক্সে ব্যালট ভর্তি রাখে এবং সকালে ভোট দিতে গিয়ে ব্যালট না থাকার আভিযোগে কেন্দ্রটি স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং কর্মকর্তা এস এম শফি কামাল পিবিএ’কে জানান, আমিও শুনেছি তিন উপজেলা ভোট বর্জন হয়েছে। কিন্তু তা কতটুকু সত্য এখনও নিশ্চিত না। তবে ‘সুষ্ঠু ভোট উৎসব সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটির ১০ উপজেলায় পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া টহলে আছে র‌্যাব, বিজিবির সদস্যরাও।

উল্লেখ্য, পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০ উপজেলায় একযোগে ভোট উৎসব শেষ হয়। তবে লংগদু ও কাপ্তাই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় উপজেলা দুটিতে শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে (লংগদু ও কাপ্তাই ছাড়া) ২০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন এবং মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। দশ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৭ হাজার ৩৫৯ জন। ভোটকেন্দ্র রয়েছে ২০৩টি। এর মধ্যে ২১টি কেন্দ্র ‘হেলি সটিং’।

পিবিএ/এনএ/হক

আরও পড়ুন...