রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল


পিবিএ, রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটি বাগাইহাট উপজেলার বাগাইছড়িতে বিক্ষোভ ও মিছিল করেছে বাগাইছড়ি,র ছাত্রসমাজ।

মঙ্গলবার ১৯ মার্চ বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত, বাঘাইছড়ি উপজিলা ছাএ সমাজের পক্ষ হতে, ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম এর নেতৃত্বে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল করা হয়।

উল্লেখ যে, গত ১৮ মার্চ সোমবার রাঙ্গামাটির বাগাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তের ব্রাশফায়ারে ৭ জন নিহত হয়েছে।এই ঘটনায় ২২ জন গুলিবিদ্ধ হলে ঘটনা স্থলেই ৪ জন মৃত্যুবরন করেন, পরে পর্যায় ক্রমে আরো ২ জন নিহত হন,বাকি১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের কে সেনা বাহিনী হেলিক্পাটারে করে চট্রগ্রাম সি এম এইচে নেওয়ার পথে আরো ১ জন নিহত হন। এবং আহত ১৫ জনের মধ্যে ৭ জনের অবস্থা আরো খারাপ হলে তাদের কে ঢাকা সি এম এইচে নিয়ে যাওয়া হয়।

এসময় বক্তারা প্রতিবাদ ও মিছিলে জোর দাবী জানান যে। অনতিবিলম্বে সারষী ও সামরিক অভিযানের মাধ্যমে, অাম্স উদ্দার অব্যাহত রাখতে হবে, সুস্ঠ বিচার করতে হবে,। এবং ০৯ কিলো স্হানে স্হায়ী ভাবে সেনা ক্যাম্প স্হাপন করার দাবী জানান সরকারের কাছে।

অন্যদিকে খাগড়াছড়ির, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ তিন জেলায় ২৪ ঘন্টার হরতাল ডেকেছে।

পিবিএ/এম এইচ/হক

আরও পড়ুন...