রাঙ্গা সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পেলেন

পিবিএ,ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন। আজ শনিবার তাঁকে এই দায়িত্ব দিয়েছেন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এরশাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মশিউর রহমান রাঙ্গা এখন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। তিনি রংপুর-১ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন। গত বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। তবে সেই অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান এরশাদ ছিলেন না। শপথ নেওয়ার পর জাতীয় পার্টির সাংসদেরা সরকারের সঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানান। তবে গতকাল শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় পার্টিই হতে যাচ্ছে প্রধান বিরোধী দল। বিরোধীদলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না। আজ আবার রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার সিদ্ধান্ত হলো।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...