রাজউকের কর্মকর্তারা সৎ: গণপূর্ত মন্ত্রী

পিবিএ,ঢাকা: রাজউকের অধিকাংশ কর্মকর্তারাই সৎ। কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটির নামে মানুষের কাছে খারাপ ধারণা রয়েছে। তাদের বিরুদ্ধে ফাইল আটকে রাখা কিংবা প্লট সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ সত্য নয় বলে মস্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম। রোববার( ১৩ জানুয়ারি) রাজউকের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম আরও বলেন, আমি মন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, গা ঝাড়া দিয়ে উঠুন, আমি নিশ্চয়তা দিচ্ছি কেউ অহেতুক হয়রানি হবেন না। আর স্থবির হয়ে থাকবে না। প্রতিষ্ঠানটিকে দুর্নীতি মুক্ত করে জনবান্ধব হিসেবে কাজ করেন।

তিনি বলেন, রাজউক হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের টাকায় আপনাদের বেতন-ভাতাসহ সবধরনের সুবিধা দেওয়া হয়। সুতারাং কেউ প্রতিষ্ঠানটিকে রাজনীতিকরণ করেব না। একই সঙ্গে সিবিএ নেতাদের রাজউক অথবা প্রতিষ্ঠানকে জিম্মি না করতে নির্দেশ দেন।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, রাজউকে এখনো দুর্নীতি আছে। তবে আগের চেয়ে কমেছে। আগামীতে আরো কমে আসবে বলেও জানান তিনি। এসময় গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান, সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...