নাগরিক সেবা জনগণের দারপ্রান্ত থেকে ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার মতন হটকারী সিদ্ধান্ত অভিলম্বে বাতিল করতে হবে। রাজউকের উত্তরা জোনাল অফিসের এস্টেট ও ভূমি-২ শাখার কার্যক্রম ক্লোজ করে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে একীভূত করার আদেশ বাতিল করতে হবে। আদেশ বাতিল করা না হলে মহাসড়ক অবরোধসহ মতিঝিল রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করা হবে।
উত্তরা রাজউক অফিস মতিঝিলে একীভূত করার আদেশের প্রতিবাদে উত্তরা টঙ্গী নিকুঞ্জ এলাকার প্লট ফ্ল্যাট ওনার ও রাজউক সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় উত্তরা ৬ নং সেক্টরস্থ রাজউক জোনাল অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
উক্ত মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগের চান মিয়া বেপারী, আমান উল্লাহ ভূইয়া, আবু সায়েম সুমন, সাইফুল ইসলাম দুলাল, উত্তরার মনির হোসেন, মঞ্জুরুল ইসলাম, মাহমাদুল হক মামুন, জাহিদুল ইসলাম মন্ডল, জিয়াউর রহমান, মিরাজ উদ্দিন মিজান, আবুল কাশেম, আলমগীর হোসেন শিশির, সোহেল ইসলাম, আমীর হোসেন, সাখাওয়াত হোসেন, মহসিন খান, রফিকুল ইসলাম, সামসুল হক, টঙ্গীর আমীর হোসেন, কামরুল ইসলাম, নিকুঞ্জের আল আমিন, মনির হোসেন, রমজান মিয়া প্রমূখ।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে রাজউকের উপ-পরিচালক বরাবর স্বারকলিপি দেওয়া হয়।