পিবিএ,ঢামেক: রাজধানীর কমলাপুর টিটিপাড়ার রাস্তা থেকে নির্মম নির্যতনের শিকার এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয় তাকে।
জানাযায় শিশুটির নাম হেনা। বয়স ৮-৯ বছর। তার বাবার নাম সালাম। বাড়ি হবিগঞ্জ। শাহজাহানপুর এলাকার কোনো একটি বাসাতেই সে নির্যাতনের শিকার হয়েছে।
নির্যাতনের শিকার শিশু হেনা জানায়, কয়েকদিন আগে সে কিশোরগঞ্জের একটি রেলস্টেশনে থেকে খাবার খাওয়ার জন্য একটি ট্রেনে উঠে। ট্রেনটি ছেড়ে দিলে সে সরাসরি ঢাকার কমলাপুর চলে আসে। এরপর ওই এলাকায় ঘুরাঘুরি করতে থাকে। পরে তাকে দেখতে পেয়ে ওই এলাকার এক মহিলা তার বাসায় নিয়ে যায়। ৩-৪ দিন ওই বাসায় কাজ করে সে। ঠিকমত কাজ করতে না পারায় ওই মহিলা, তার মেয়ে ও ছেলে মিলে তাকে মারধর করে। পরে সে একাই ওই বাসা থেকে বেরিয়ে আসে।
শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ মনতাজ আলি জানান, সে পথ শিশু। সকাল ১১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টিটিপাড়ার রাস্তায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা এই শিশুটিকে উদ্ধার করা হয়। তার চোখে, মুখে ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যখন পাওয়া যায় তখন তার অবস্থা খুবই খারাপ ছিলো। এখন তাকে ওসিসি’তে ভর্তি করানো হয়েছে। সে কিছুটা সুস্থ্য হলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।
তবে সে কোনো বাসা বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে বলে আমরা ওর মুখ থেকে শুনতে পেরেছি। তবে সেই বাসার ঠিকানা সে বলতে পারছেনা। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই ।
পিবিএ/এমএসএম